Official Website of Khulna City CorporationOfficial Website of Khulna City Corporation

Latest News


জনগণের মুখোমুখি কেসিসি’র মেয়র

সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার আয়োজনে এবং বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, নাগরিক ফোরাম, সুজন ও রূপান্তর এর সহযোগিতায় ‘জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠান শনিবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনগণের মুখোমুখি হন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান । বিভিন্ন প্রশ্নের উত্তরে সিটি মেয়র বলেন, নগরবাসীর উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ২২টি খাল ও নদীগুলোকে খনন কাজ শুরু হয়েছে এবং নদীগুলো দখলমুক্ত করা হবে। ইতোমধ্যে সিটি কর্পোরেশন ওয়ার্ডে ওয়ার্ডে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, সোলার পার্কটি চালু আছে। এর সৌন্দর্য বর্ধনের জন্য পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। নগরীতে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। রাস্তার উপরে ইট, বালু ও খোয়া দিয়ে যে সমস্ত বাড়ি নির্মাণ করছে তা সরিয়ে ফেলার জন্য তাগিদ দেয়া হবে। ফুটপাতে যারা অবৈধ ব্যবসা করেন তাদেরকে অন্য স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বলেন, খুলনা থেকে আটরা-গিলাতলা পর্যন্ত কেসিসি’র আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ময়ুর নদী দখলমুক্ত করা হয়েছে। সেবা, কল্যাণ ও উন্নয়নে এ নগরীকে আরও সুন্দরভাবে বাসযোগ্য করে গড়ে তুলতে তার জন্য মেয়র সকলের সহযোগিতা কামনা করেন।

খুলনা সনাকের সভাপতি বেগম ফেরদৌসী আলীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট’র পরিচালক উমা চৌধুরী। স্বাগত বক্তৃতা করেন সনাক খুলনার স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহবায়ক একে হিরু। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন টিআইবি’র ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোঃ খোরশেদ আলম। সঞ্চালনায় ছিলেন খুলনা সনাকের স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির সদস্য অধ্যাপক আনোয়ারুল কাদির।