মহানগরীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৪ (১-৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন |
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার মহানগরীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৪ (১-৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান সকাল সাড়ে ৮টায় নগরীর খালিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি শিশুকে কৃমি নাশক ট্যাবলেট খাইয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি মেয়র বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তাদের সাধারণ শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য পরিচর্যায় অভ্যস্ত করতে হবে। তিনি বলেন, কৃমি শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ জন্য তাদেরকে নিদৃষ্ট সময়ে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো দরকার। কেসিসি’র কাউন্সিলর এস এম খুরশীদ আহমেদ টোনা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য বিভাগ-খুলনার পরিচালক ডা. মামুন পারভেজ, কেসিসি’র প্যানেল মেয়র-১ মোঃ আনিসুর রহমান বিশ্বাস, কাউন্সিলর মোঃ শাহাদাত মিনা, মোঃ ইউনুস আলী সরদার, মোঃ মনিরুজ্জামান, শেখ হাফিজুর রহমান মনি, মুহাঃ আমান উল্লাহ আমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম, মনিরা আক্তার, বাবেয়া ফাহিদ হাসনাহেনা, আনজিরা খাতুন, রোকেয়া ফারুক, নাদিরা হোসেন তুলি ও পারভীন আক্তার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক ওয়ার্ড কমিশনার সাহিনুল ইসলাম পাখি, সমাজকর্মী আফরোজা আক্তার, শাহিন তালুকদার, সহকারী শিক্ষা অফিসার আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে নগরীর ৪৪৫টি স্কুলের ৫-১২ বছর বয়সী ৮৯ হাজার ৭’শ ৯ জন শিক্ষার্থীকে ১টি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
|