Official Website of Khulna City CorporationOfficial Website of Khulna City Corporation

Latest News


পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জন্ম সমগ্র মানব জাতির জন্য কল্যাণ বয়ে এনেছিল। প্রিয়নবী অন্ধকার বিশ্বের বুকে জ্বালিয়েছিলেন সত্য ও সুন্দরের অম্লান দীপশিখা। পরম করুণাময় আল্লাহ তায়ালার বাণী প্রচারের মাধ্যমে উদ্বুদ্ধ করেছিলেন সমগ্র বিশ্ব সম্প্রদায়কে।

সিটি মেয়র গতকাল (মঙ্গলবার) সকাল ১০ টায় নগর ভবন চত্বরে মহানবী (স.) জন্ম ও ওফাত দিবস উপলক্ষে কেসিসি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সিটি মেয়র এই পবিত্র দিনটিকে স্মরণ করে আরো বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) সারা বিশ্বের মুসলমানদের মধ্যে জাগিয়ে তুলেছিলেন জীবন বিকাশের নতুন চেতনা। শেষ নবী হিসেবে তিনি যে বাণী প্রচার এবং যে জীবন বিধান প্রতিষ্ঠা করেছিলেন তা আজো পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ধ্বনিত হচ্ছে। মহানবী (স.) এর অমর শিক্ষা এবং তাঁর প্রদর্শিত পথে অগ্রসর হয়ে সমাজ ও দেশে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

কেসিসি’র প্যানেল মেয়র-২ শেখ হাফিজুর রহমান হাফিজ-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্যানেল মেয়র-১ আনিসুর রহমান বিশ্বাস। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জীবনীর ওপর আলোচনা করেন ইসলামী ফাউন্ডেশন-খুলনার পরিচালক মোঃ এবাদুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর শেখ শওকত আলী, কে এম হুমায়ুন কবীর, মোঃ মাহবুব কায়সার, মোঃ সাইফুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা খাতুন, রাবেয়া ফাহিদ হাসনাহেনা, আনজিরা খাতুন, প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাখাওয়াৎ হোসেন, কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাওলনা নাসির উদ্দিন কাশেমী, সাধারণ সম্পাদক হাফেজ আহসান হাবীব সহ কেসিসি’র কর্মকর্তা, কর্মচারী ও কেসিসি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র সচিব এম ইদ্রিস সিদ্দিকী ও অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এম এ মাজেদ।

আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সিটি মেয়র পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে পবিত্র কোরআন তেলোয়াত, হামদ্-নাত ও মহানবী (স.) এর জীবনীর ওপর আলোচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন।

পরে বিকাল সাড়ে ৩টায় সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান নগরীর খালিশপুরস্থ কাশিপুরে খুলনা প্রতিবন্ধী সংস্থা পরিচালিত কাশিপুর অন্ধ হাফেজিয়া মাদরাসা, লিল্লাহ বোর্ডিং, এতিমখানা, শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় কেসিসি’র কাউন্সিলর মোঃ ফারুক হিল্টন, সংরক্ষিত আসনের কাউন্সিলর রহিমা আক্তার হেনা, সমাজসেবক এ্যাড. ফজলে হালিম লিটন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা আব্দুল মালেজ, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।