Official Website of Khulna City CorporationOfficial Website of Khulna City Corporation

Latest News


নগরীর শিববাড়ী মোড়ে সিটি সেন্টার নির্মাণকল্পে ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি) এর নেতৃবৃন্দের সাথে সিটি মেয়রের মতবিনিময়

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, নগরবাসীর চিত্তবিনোদনের জন্য নগরীর শিববাড়ী মোড়ে নান্দনিক স্থাপত্য শৈলীর সমন্বয়ে সিটি সেন্টার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কর্ম প্রচেষ্টায় স্থাপত্যবিদগণ এগিয়ে আসলে প্রস্তাবিত স্থাপত্যটি আরো সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠবে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে স্থাপত্যবিদদের অবদান রয়েছে। তাদের মেধা ও পরিশ্রমে দেশে নানা ধরণের নান্দনিক স্থাপনা নির্মিত হচ্ছে। স্থাপত্যবিদদের শিল্পসম্মত উদ্যোগের পরিস্ফুটন ঘটিয়ে খুলনাকে আমরা সুন্দর আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই। 

সিটি মেয়র আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগর ভবনে নগরীর শিববাড়ী মোড়ে সিটি সেন্টার নির্মাণকল্পে ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ (আইএবি) এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। 

আইএবি’র সভাপতি ড. আবু সাঈদ, সাধারণ সম্পদক জামাল আহমেদ, সহ-সভাপতি কাজী গোলাম নাসীর, সহ-সাধারণ সম্পাদক মামনুন মুর্শেদ চৌধুরী, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের প্রফেসর ড. আফরোজা পারভীন, ড. অনির্বাণ মোস্তফা, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান বিশ্বাস, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ শাহনেওয়াজ তালুকদার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট এরাদুল হক, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির-উল-জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম, সহকারী প্রকৌশলী মোহাম্মদ হোসেন প্রমুখ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।