Official Website of Khulna City CorporationOfficial Website of Khulna City Corporation

Latest News


নগর ভবনে দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেন ভারপ্রাপ্ত মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ বলেছেন, সামর্থানুসারে দরিদ্র প্রতিবন্ধীদের সাহায্যে আমাদের এগিয়ে আসা উচিত। তাদের সামাজের বোঝা হিসেবে চি‎িহ্নত না করে সাহায্য-সহযোগিতা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করতে পারলে তারাও দেশের কল্যাণে অবদান রাখতে সক্ষম হবে। এ জন্য তিনি বিত্তবানদের উদ্যোগী হওয়ার আহবান জানান। 

ভারপ্রাপ্ত মেয়র আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় নগর ভবনে দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণকালে এ কথা বলেন। প্রতিবন্ধীদের সহায়তার লক্ষ্যে প্রাইম ব্যাংক লি: এ কম্বল প্রদান করে। 

কম্বল বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাইম ব্যাংক-খুলনা শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শেখ সালাউদ্দিন, এক্সিকিউটিভ অফিসার এ কে আশীক, খুলনা ডিসএ্যাবল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক শেখ নূর মোহাম্মদ, প্রতিবন্ধী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন ফাউন্ডেশনের সভাপতি মোঃ মিলন শেখ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম হাওলাদার, খুলনা মহানগর প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।