Official Website of Khulna City CorporationOfficial Website of Khulna City Corporation

Latest News


পিতৃ-মাতৃহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের সামাজিক সুরক্ষা কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর একটি অভিজাত হোটেলে পিতৃ-মাতৃহীন ও সুবিধাবঞ্চিত শিশুদের সামাজিক সুরক্ষা কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস), ইউনিসেফ ও মহিলা বিষয়ক অধিদপ্তর-খুলনা এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান। 

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান বিশ্বাস-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আনিসুর রহমান বিশ্বাস, শেখ হাফিজুর রহমান ও রুমা খাতুন। স্বাগত বক্তৃতা করেন জেজেএস-এর নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন। অন্যান্যের মধ্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা মাহবুবা রহমান, ইউনিসেফ-খুলনার হেড অব জোন মোঃ বদরুল হাসান প্রমুখ বক্তৃতা করেন। সভায় খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা খুলনাকে একটি শিশু বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানিয়ে বলেন যে শহর যত বেশী শিশু বান্ধব সেই শহর তত বেশী নিরাপদ।